পশ্চিমবঙ্গের আলোচিত আরজি কর মামলার রায় আজ

0

আজ শনিবার পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা রায় ঘোষণা করা হবে।

ঘটনার পাঁচ মাস নয়দিন পর শনিবার দুপুরে রায় দেবেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই মামলায় সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা সিবিআই।

তবে শুক্রবার ওই নারী চিকিৎসকের বাবা বলেছেন, “অনেক প্রশ্নেরই তো উত্তর পেলাম না। বহু সত্য সামনে আসেনি। আমরা তাই খুশি নই। এরপর যদি কেউ বলেন, বিচার পাইয়ে দেওয়া হয়েছে, আমরা তার মুখোমুখি দাঁড়াব।”

২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমানির রুম থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। তারপর কলকাতা পুলিশ সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পুলিশের দাবি ছিল, সঞ্জয়ই হত্যাকারী।

কিন্তু পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ ওঠে। দাবি করা হয়, পুলিশ পরিবারকে প্রথমে জানিয়েছিল- ওই নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে নয়টায় মরদেহ উদ্ধার হয়। কিন্তু পুলিশ মামলা করে রাত পৌনে ১২টার দিকে।

এরপর কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট নিজে থেকে একটি মামলা শুরু করে।

শুরু হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সাধারণ মানুষ তাতে সামিল হন। আরজি করের অধ্যক্ষ ও সুপারকে সরানো হয়। আর্থিক অনিয়মের অভিযোগে সিবিআই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে। তিনি এখন জামিনে মুক্ত।

এরপর কলকাতায় রাতদখলের আন্দোলন হয়, আরজি করের ঘটনায় ন্যায়বিচার চেয়ে সাধারণ মানুষ পথে নামে। দিনের পর দিন আন্দোলন হয়।

সিবিআই চার্জশিট পেশ করার পর বিচার শুরু হয়। সেই বিচার শুরুর ৬৮ দিন পর তার রায় দেওয়া হচ্ছে। ইতোমধ্যে রুদ্ধদ্বার আদালতে ৫০ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার, ডয়েচে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here