পশ্চিমতীরে ইসরায়েলের তাণ্ডব

0

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনী অন্তত ২০ টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। 

আল-জাজিরার আরব সংবাদাতারা বলছেন, বিস্ফোরণে জেনিন শরণার্থী শিবিরের কাছের আদ-দামজ এলাকায় একটি আবাসিক ব্লক উড়ে গেছে।

ইসরায়েলের সেনাবাহিনীও এ হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে। তারা বলেছে, জেনিনে কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। 

পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইসরায়েলের হামলায় ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী গত মাস থেকে পশ্চিম তীরে অভিযান শুরু করেছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে আয়রন ওয়াল।

জেনিন এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গুপগুলোকে লক্ষ্য করে মূলত ইসরায়েল এ অভিযান চালাচ্ছে। গত ১৯ জানুয়ারিতে গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পরই ইসরায়েল পশ্চিম তীরে এ অভিযান শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here