পল্লবীতে ফায়ার স্টেশন উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

0

পল্লবীতে ফায়ার স্টেশন উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

রাজধানী মিরপুরের পল্লবীতে নবনির্মিত ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিরপুর ডিওএইচএস-এ নবনির্মিত এই ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সেনাবাহিনী প্রধান ফায়ার স্টেশনের উদ্বোধন শেষে স্টেশন আঙ্গিনায় একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here