পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল চীনের জনপ্রিয় পাহাড়ি মন্দির

0
পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল চীনের জনপ্রিয় পাহাড়ি মন্দির

গত সপ্তাহে চীনের একটি মনোরম পাহাড়ি মন্দির আগুনে পুড়ে গেছে। জানা গেছে, পর্যটকের মোমবাতি ও ধূপ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ নভেম্বর) জিয়াংসু প্রদেশের ওয়েনচাং প্যাভিলিয়নে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ এবং ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি চূড়া থেকে বিশাল শিখা এবং কালো ধোঁয়া বের হচ্ছে।

যদিও এই মন্দির প্রাঙ্গণে মূল প্রাচীন কোনো ধ্বংসাবশেষ ছিল না। তবুও পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় সাংস্কৃতিক স্থান হিসেবে পরিচিত ছিল। এই অগ্নিকাণ্ডের ভাইরাল হওয়া ফুটেজ চিনের ঐতিহ্যবাহী স্থানগুলোতে পর্যটকদের আচরণ এবং নিরাপত্তার বিষয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।

ঘটনাস্থলের ভিডিও এবং ছবিগুলোতে দেখা যায়, তিন তলা প্যাভিলিয়নটি দ্রুত আগুনে গ্রাস করছে। ছাদের কিছু অংশ ধসে পড়ছে।

২০০৯ সালে নির্মিত এই মন্দির পরিচালনার ভার ছিল প্রাচীন ইয়োংকুইং মন্দির কর্তৃপক্ষের ওপর।

তদন্তকারীদের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একজন দর্শনার্থীর মোমবাতি এবং ধূপের ভুল ব্যবহা থেকে অগ্নিকাণ্ডের শুরু। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, এই পদক্ষেপগুলি ছিল দায়িত্বজ্ঞানহীন। এতে ঐতিহ্যবাহী স্থান এবং আশেপাশের বনাঞ্চল উভয়ই ঝুঁকিতে পড়েছে। অবশ্য এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here