রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী চাঁন্দের গাড়ি পাহাড়ি খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত পর্যটক আহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম ফারদিন হাসান বিশাল (৩৫)। তার বাড়ি রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায়।