পর্যটকদের জন্য সীমান্ত খুলে ফের বন্ধ করল উত্তর কোরিয়া

0

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার মাত্র দুই সপ্তাহ পেরোতেই আবারও তা বন্ধ করে দিল উত্তর কোরিয়া। এর আগে দীর্ঘ পাঁচ বছর পর গত ২০ ফেব্রুয়ারি দেশটিতে পশ্চিমা পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকদেরও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এবার বেশ কয়েকটি পর্যটন সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় সফরের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। পিয়ংইয়ং এই অকস্মাৎ সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি।

উত্তর কোরিয়ার সফরের আয়োজন করে ‘কেটিজি ট্যুরস’ নামে চীনের একটি পর্যটন সংস্থা। গতকাল বুধবার ফেসবুকে সংস্থাটি লিখেছে, ‘আমাদের কোরিয়ান অংশীদারদের কাছ থেকে খবর পেয়েছি, রাসোন এখন সবার জন্য বন্ধ। আমরা আপনাদের আরও তথ্য জানাব।’

এ ছাড়া ‘ইয়াং পাইওনিয়ার ট্যুরস’ এবং ‘কোরীয় ট্যুরস’ নামে আরও দুটি সংস্থা উত্তর কোরিয়ায় সফর স্থগিতের ঘোষণা দিয়েছে। ‘ইয়াং পাইওনিয়ার ট্যুরস’ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে—যারা এপ্রিল বা মে মাসে উত্তর কোরিয়া সফরের পরিকল্পনা করছেন, তাদের নতুন করে বিমানের টিকিট বুকিং না করাই ভালো, যতক্ষণ না আরও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।

জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পর গত ২০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পশ্চিমা পর্যটকেরা রাসোনে প্রবেশ করেছিলেন। এই অঞ্চলটি উত্তর কোরিয়ার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত।

ট্যুর অপারেটররা বিবিসিকে জানিয়েছেন, আগের সফরগুলোর তুলনায় এবার পর্যটকদের চলাচল আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। তাঁদের রাস্তা ঘুরে দেখার সুযোগ কম ছিল এবং স্থানীয়দের সঙ্গে কথা বলার সুযোগও সীমিত ছিল। উত্তর কোরিয়ায় পর্যটকেরা মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগও পাননি।

একজন ট্যুর গাইডের মতে, তুলনামূলকভাবে ছোট ও সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি এলাকা বলেই হয়তো পর্যটকদের জন্য রাসোনকে খুলে দেওয়া হয়েছিল।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here