গত বছরের অন্যতম প্রাণঘাতী মৌসুমের পর এভারেস্টের পর্বতারোহীদের বাধ্যতামূলক ট্র্যাকার বহন এবং কুকুরের বর্জ্যের মতো কম্পোস্টেবল ব্যাগ ব্যবহার করে মলমূত্র সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নেপাল।
গত বছর ১৮ জন পর্বতারোহী নিহত হয়। বিশ্বের সর্বোচ্চ পর্বত থেকে যার মধ্যে কমপক্ষে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়নি। কর্তৃপক্ষ সুরক্ষা উন্নত করার পাশাপাশি সর্বোচ্চ চূড়া পরিষ্কার করতে আগ্রহী। সেখানে টন টন আবর্জনা ফেলা হয়েছে।