ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। গতরাতে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন নওগাঁ জেলার তৌহিদ রেজা, ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার ওমর ফারুক, আরিফুল ইসলাম ও মেহেদী হাসান। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে পর্নোগ্রাফি তৈরি করে পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।