জমকালো আয়োজনে পর্দা উঠেছে আইপিএলের ১৭তম আসরের।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এর আগে নির্ধারিত সময়েই শুরু আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই জাতীয় পতাকা হাতে মঞ্চে আসেন অক্ষয় কুমার। তার সঙ্গে যোগ দেন টাইগার শ্রফ। বেশ কিছু সুপারহিট বলিউড গানের তালে নেচে মঞ্চ মাতান দুই সুপারস্টার।
অক্ষয় কুমারদের নাচের অনুষ্ঠানের পরে মঞ্চে আসেন সনু নিগম ও এআর রহমান। সুরের মুর্ছনায় চিপকের দর্শকদের মোহিত করেন দুই সুরের জাদুগর। ডাগ-আউটে বসে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন দুই দলের ক্রিকেটাররা।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিকবার উত্থাপিত হয় চন্দ্রযান-থ্রি’র সাফল্যের কাহিনি। এমনকি উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন বিক্রম ল্যান্ডারের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ঘটনাও ফুটিয়ে তোলা হয়ে টেলিভিশনের পর্দায়। ৩০ মিনিট চলে নাচ-গানের অনুষ্ঠান।
সনু নিগম, এআর রহমানের গানের অনুষ্ঠান শেষে মঞ্চে আসেন বিসিসিআই কর্মকর্তারা। সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহর সঙ্গে হাজির হন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। মঞ্চে আসেন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা চার তারকা অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সনু নিগম ও এআর রহমান।
বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে ডেকে নেওয়া হয় উদ্বোধনী ম্যাচের দুই ক্যাপ্টেনকে। আরসিবির ফ্যাফ ডু’প্লেসির সঙ্গে মঞ্চে হাজির হন চেন্নাই সুপার কিংসের নতুন দলনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শেষ হয় আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান। লেজার শো ও আতশবাজির ঝলকানি ছিল দেখার মতো।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে টস হারে সিএসকে। অর্থাৎ, ক্যাপ্টেন্সি অভিষেকে টস হারলেন রুতুরাজ। টস জিতে আরসিবি দলনায়ক ফ্যাফ ডু’প্লেসি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, চিপকে রান তাড়া করবে চেন্নাই সুপার কিংস।
আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচেই সম্মুখসমরে নামলেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। যদিও দুই তারকাই ইতোমধ্যে নিজ নিজ দলের নেতৃত্ব ছেড়েছেন। এখন দেখার যে, চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়েন কে?