পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

0
পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও কর্ম নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ অবশেষে পেতে চলেছে রুপালি পর্দার স্বাদ। ২০২৬ সালের ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্র, যা সাধারণ প্রেক্ষাগৃহের পাশাপাশি আইম্যাক্সেও উপভোগ করতে পারবেন দর্শকরা।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অস্কার মনোনীত নির্মাতা অ্যান্টোয়ান ফুকোয়া। চিত্রনাট্য লিখেছেন জন লোগান, যিনি ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘স্কাইফল’-এর মতো ছবির জন্য প্রশংসিত হয়েছেন। মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তার ভাইপো জাফার জ্যাকসন—যার চেহারা, মুদ্রাভঙ্গি ও কণ্ঠে রয়েছে কিংবদন্তি পপস্টারের ছায়া।

মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটি পরিবেশন করছে লাইন্সগেট, অন্যদিকে আন্তর্জাতিকভাবে দায়িত্ব নিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। জাপানে ছবিটি পরিবেশন করবে কিনো ফিল্মস।

‘মাইকেল’ চলচ্চিত্রে উঠে আসবে এক সাধারণ কিশোরের বিশ্বসেরা ‘পপ কিং’ হয়ে ওঠার হৃদয়স্পর্শী ও নাটকীয় যাত্রাপথ। এতে দেখা যাবে তার শৈশবের সংগীতজগতে প্রবেশ, পারিবারিক সম্পর্ক, খ্যাতি ও বিতর্কের মধ্যে বেড়ে ওঠার গল্প—যা দর্শকদের দেবে কিংবদন্তির জীবনের নানা অধ্যায়ের স্বাদ।

চলচ্চিত্রটির শুটিং শেষ হয় ২০২৪ সালের মে মাসে। তবে পরবর্তী সময়ে কিছু দৃশ্য পুনরায় ধারণ এবং দীর্ঘ প্রাথমিক কাটের কারণে মুক্তির তারিখ পেছানো হয়। প্রথমে এটি দুই পর্বে মুক্তির পরিকল্পনায় থাকলেও শেষ পর্যন্ত একক চলচ্চিত্র হিসেবেই আসছে এটি। ছবিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৫ মিলিয়ন ডলার।

অভিনয়ে আরও রয়েছেন কোলম্যান ডোমিংগো (মাইকেলের পিতা জো জ্যাকসন), নিয়া লং (মাতা ক্যাথরিন), মাইলস টেলার (আইনজীবী জন ব্রাঙ্কা), লারেনজ টেট (মোটাউনের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি), ক্যাট গ্রাহাম (ডায়ানা রস) ও জেসিকা সুলা (লা টোয়া জ্যাকসন)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here