পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার লিসবনের জহির কাবাব রেস্টুরেন্টে প্রবাসী সাংবাদিকদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচ ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন।
পোল্যান্ড বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসুলার ওমর ফারুক, জাহির অ্যান্ড জাহির কোম্পানির কর্ণধার জহিরুল ইসলাম সোহাগ ও জাহিদুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।
ইফতার শেষে প্রবাসী সাংবাদিকতার বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয় আলোচনার পাশাপাশি প্রবাসীদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও বিভিন্ন গল্প নিয়ে জমজমাট কফি ও চায়ের আড্ডায় এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।