পর্তুগাল ‘টি-১৬ ক্রিকেটে লিসবন সিক্সর্স চ্যাম্পিয়ন

0

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল ‘টি-১৬ ক্রিকেটের ফাইনালে লিসবন সিক্সর্স ১৫০ রানের বিশাল ব্যধানে এন.আর ইলেভেন ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার লিসবনের বেলাভিস্তা পার্কের মাঠে অনুষ্ঠিত টি-১৬ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here