পর্তুগাল বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় পর্তুগাল বিএনপির উদ্যোগে রাজধানী লিসবনের বাঙালি অধ্যুসিত মাতৃ মনিজের কাজা দা কবিলা হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পর্তুগাল বিএনপির নেতা সাইফুল হক এবং আবদুল ওয়াহিদ চৌধুরি পারভেজের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত এবং দলীয় সংগীতের বাজানোর মধ্যে দিয়ে আলোচনা সভার সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরীর এবং প্রধান বক্তা ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র সহসভাপতি কাজল আহমেদ।
এই সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা, সাধারণ জনগণসহ সবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী আন্দোলন কর্মসূচিতে দেশে-প্রবাসে এক সাথে ঝাঁপিয়ে পড়তে হবে।
আলোচনা সভার শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগ মুক্তিসহ বিশ্ব মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।