পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিল

0

পর্তুগালে ‘কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা ইন পর্তুগাল’র (সিআরসিআইপিটি) আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশটির লিসবনের লাইকা পর্তুগিজ স্কুলে কমিউনিটির ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাস প্রধান এস.এম গোলাম সারওয়ার।

ইফতার পূর্বে সংগঠনের সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমরা পর্তুগালের আইন মেনে আমাদের সংস্কৃতি চর্চা করি এবং সমাজ কল্যাণ মুলক কাজ করে থাকি। ইসলাম ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় আমরা সবসময় স্বচেষ্ট থাকি। আমাদের উচিত সবসময় এদেশের আইন মেনে চলা।’ 

ইফতার পূর্বে রমজানের তাৎপর্য এবং কমিউনিটির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন- মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন, সেক্রেটারি শাজেদুল আলম।

ইফতার মাহফিলে উপস্থিত আরও ছিলেন- পর্তুগিজ নাগরিক কার্লোস, ফিলিপ, দিয়াগা, পর্তুগীজ মুসলিম কমিউনিটি নেতা মাওলানা আব্দুল গাফফার ও বাংলাদেশি ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

সবশেষে পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত দোয়া পরিচালনা করেন মাতৃ মনিজ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলা উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here