পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের উইন্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

0

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি কমিউনিটির উইন্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) শহরের প্রাণকেন্দ্রে বেলাভিস্তা পার্কে পর্তুগাল বাংলা প্রেসক্লাব এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। হিমেল হওয়ার পরশ নিয়ে শীতের আগমনীকে স্বাগত জানাতে অনুষ্ঠানে বাংলাদেশিরা মিলিত হন।

বাংলাদেশি কমিউনিটির সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল এই আয়োজন। দলমত নির্বিশেষে সবাই শীত উৎসবে সমবেত হন। বিভিন্ন ধরনের শীতের পিঠা, কাবাব, পায়েস, চটপটি, ফুসকা, কেকসহ মুখরোচক বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।  

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি এফ. আই. রনি ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক হিসেবে বিজয়ীদের কাছে হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখিকা ফৌজিয়া তসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলওয়ার হোসাইন, পর্তুগাল বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত সেলিম, আওয়ামী লীগের সহ-সম্পাদক ইমরান হোসাইন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ পারভেজ, পর্তুগাল যুবদলনেতা মুহি উদ্দীন, পর্তুগাল যুবলীগনেতা অনুপম মেহদী, তানভীর আলম জনি। 

আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, কোষাধক্ষ্য জাহিদ কায়সার, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ-সাংগঠনিক সমির দেবনাথ, সিনিয়র সাংবাদিক এস এম আজাদ প্রমূখ। শেষ বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পরে কণ্ঠশিল্পী এফ আই রনির শ্রুতিমধুর গানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here