‘পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী’

0
‘পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। শুরুটা দলের জন্য কঠিন ছিল, কারণ প্রথম ছয় ম্যাচেই তারা হেরেছিল। তবে সপ্তম ম্যাচে প্রথম জয় তুলে নিয়ে দলটি জয়ের ছন্দ ধরে রেখেছে। কাগজে-কলমে এখনও প্লে-অফ খেলার সম্ভাবনা রয়ে গেছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজির।

দলের পাকিস্তানি তারকা ইহসানউল্লাহ জানিয়েছেন, ‘দলের এখনকার পারফরম্যান্সে তিনি খুবই খুশি। তিনি বলেন,’খুব ভালো লাগছে। আবার বাংলাদেশে খেলতে এলাম, মজা করছি। সমর্থকদের জন্য আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। যদি রান রেট ভালো থাকে, আমরা কোয়ালিফাই করব। রংপুর ও ঢাকার ম্যাচে ঢাকা জিতলে আমাদের সুযোগ আছে।’

নবাগত দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী ইহসানউল্লাহ। তিনি বলেন,‘বিপিএলে ওরা মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। আর পরের মৌসুমে আরও ভালো করবে। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলেও পরের মৌসুমে হবে ইনশাআল্লাহ।’

দলের তরুণ ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপুকে প্রশংসা করে তিনি বলেন,‘আমাদের দলে দিপু নামে একজন ব্যাটার আছে। ওকে আমার অনেক পছন্দ।’

প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনকেও ইতিবাচকভাবে উল্লেখ করে ইহসানউল্লাহ বলেন, ‘প্রধান কোচ খুবই ফ্রেন্ডলি, বেশ ভালো। দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here