জনপ্রিয় নায়িকা পরীমণির (শামসুন্নাহার স্মৃতি) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলা চলবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে, গত ২০ ফেব্রয়ারি পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা চলবে কি না এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজ ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।