পরীক্ষা দিয়ে বের হওয়ার পর মহিলা দল সম্পাদককে গ্রেফতার

0

এলএলবি পরীক্ষায় অংশ নিতে গিয়ে বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতারকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুর ৩টায় শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী ও বগুড়া সদরের গোকুল এলাকার বাসীন্দা। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেফতার নাজমা বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রলিতে অগ্নিসংযোগ আর বিষ্ফোরণ মামলার আসামি। গত ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। তিনি ওই দুই মামলার এজাহারনামীয় আসামি। 

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নিবার্হী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম জানান, রাজনৈতিকভাবে হয়রানির জন্য মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেত্রী নাজমা আকতারকে গ্রেফতার করা হয়েছে । নাজমা এলএলবি পরীক্ষায় অংশ নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এই মিথ্যা মামলায় নাজমাকে গ্রেফতারের নিন্দা জানাচ্ছি। তাকে মুক্তি দেওয়া না হলে বগুড়ায় লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here