ভারতে অক্টোবরে বসতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের দল কেমন হবে এ নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। বেশ কয়েকটি জায়গাতে কে খেলবেন, এখনও তা নির্ধারিত হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন, পরীক্ষা করার জায়গাই খুঁজে পাচ্ছেন না তিনি।
শুক্রবার গুলশানে এক অনুষ্ঠানের পর তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাই না। আমার কথা বলেন, কী সমস্যা, কাকে বাদ দেবেন। আপনি আমাকে নাম বলেন। একেক করে। তামিম আছে, লিটন আছে, পারবেন বাদ দিতে? পারবেন না। শান্ত, মুশফিক, তাওহীদ, মিরাজ, কাকে বাদ দেবেন। আমি তো বুঝলাম না। পেসার কাকে বাদ দেবেন? হাসান মাহমুদ আছে, তাসকিন আছে, ও তো এখন নাই। ওকে ঢোকাইতে হবে, ওরে বাদ দেওয়া যাবে না, ওকে কিন্তু ঢুকাতে হবে। আপনারা যদি বলেন না ঢোকাবো না তাহলে তো মহাবিপদ। মুস্তাফিজকে বাদ দিতে পারবো? অপশন নাই তো।’
এ সময় পাপন আরও বলেন, ‘মিডল অর্ডারে অবশ্যই একজনকে নিয়ে যাবে অথবা মিডল অর্ডার। ওখানে আমাদের তো রাব্বিকে নিয়ে খেলায় নাই। বিশ্বকাপে হয়তো একজনকে খেলাইতেও পারে। ওর সঙ্গে নেওয়ার মতো রিয়াদ আছে, আফিফ আছে, মোসাদ্দেক আছে। আমাদের হাতে অপশন আছে। কাউকে নিলে যে ভুল হয়ে যাবে তা তো না। কাউকে যে নিতেই হবে তাও না। একমাত্র ইস্যু নির্ভর করছে আমাদের কম্বিনেশন কী হবে।’