পরীক্ষায় নকলে সহায়তার দায়ে ১১ শিক্ষককে অব্যাহতি, বহিষ্কার ৫

0

বগুড়ার শিবগঞ্জে এবারের এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে নকল করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার সকাল ১০টা থেকে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন গুজিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করে। এরপর তারা বাইরে থেকে আসা প্রশ্নের উত্তর দেখে খাতায় লিখতে থাকে। এমন তথ্য পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ঐ কেন্দ্রের কক্ষগুলোতে তল্লাশি চালান। এসময় ৫ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় ঐ ৫ জনকে বহিষ্কার করা হয়। সেই সাথে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় ১১ কক্ষ পরিদর্শককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here