লাহোরে জীবন বাজির ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব, তাসকিন, মুশফিকদের জয়ের বিকল্প নেই। জয় ছাড়া অন্য কিছু ভাবার সময় নেই টাইগারদের। জিততেই হবে। হারলেই এশিয়া কাপ শেষ।
পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
অন্যদিকে- আজ যারা বাংলাদেশের প্রতিপক্ষ, সেই আফগানদের একটু বেশি চেনা বলে ভয়টাও বেশি। সাদা বলের ক্রিকেটে দলটা যে কোনো দলের জন্যই হুমকি। চট্টগ্রামে গত জুলাইয়ের ওয়ানডে সিরিজে তো তারাই জিতেছে। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ সেটার প্রতিশোধ নিলেও এশিয়া কাপ যেহেতু এবার ওয়ানডের, এখানে ওয়ানডের হিসাবটাই বিবেচ্য।
এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও শিরোপার ছোঁয়া পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। চলতি আসরে আফগানদের হারিয়ে আপাতত তারা পরের রাউন্ডে উঠতে চায়। সেক্ষেত্রে দলে বেশ কিছু পরিবর্তনের আভাস মিলেছে। ওপেনিং ও বোলিং আক্রমণে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের। তবে এই ম্যাচ জিতলেও এরপর শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে সাকিবদের তাকিয়ে থাকতে হবে। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে, তবে আফগানরা জিতলে দেখা হবে দল তিনটির নেট রানরেট।