বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ‘পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ’ বইটি একুশে বই মেলায় অন্যপ্রকাশ প্রকাশনা কর্তৃক প্রকাশিত হয়েছে। সোমবার বইটির মোড়ক উন্মোচন অমুর একুশে বইমেলার অন্যপ্রকাশ স্টলে সম্পন্ন হয়েছে।
গাজীপুরের বশেমুরকৃবি’র জনসংযোগ শাখার উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া মঙ্গলবার এ তথ্য জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন জানান, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম রচিত ‘পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ’ বইটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সম্পদ, যা ভবিষ্যতে গবেষণা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।