পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: টুকু

0
পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষের ক্ষতি এড়াতে পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু প্রতিষ্ঠান গড়লেই হবে না, প্রতিষ্ঠান থেকে যেন বায়ু ও বর্জ্য দূষণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

শনিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪১তম সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

যমুনার কোলঘেঁষে গড়ে ওঠা ইকোনমিক জোন নিয়ে টুকু বলেন, এখানকার প্রতিষ্ঠানের বর্জ্য যমুনায় গেলে পানি নষ্ট হয়ে যাবে। যেমন— বর্তমানে দূষণের কারণে ঢাকার আশপাশে মাছ চাষ সম্ভব হচ্ছে না। শিশুরা সুস্থভাবে শ্বাস নিতে পারছে না। তাই প্রতিষ্ঠান গড়ে তোলার আগে অবশ্যই সঠিক পরিকল্পনা করতে হবে। 

সিরাজগঞ্জবাসীর কাছে তিনি ঋণী রয়েছেন উল্লেখ করে বলেন, শহরকে দূষণমুক্ত করতে কাটাখালি নদীকে সুন্দরভাবে গড়ে তুলব। যেন শহরের মানুষ দুপাশে বসে নির্মল শ্বাস নিতে পারে। সিরাজগঞ্জকে ব্যাবসায়িক বিনিয়োগের নির্ভরযোগ্য জেলা হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। 

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের আধুনিক কলাকৌশল রপ্ত করতে হবে। আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। এতে জিনিসের মূল্য কম পড়বে। বহির্বিশ্বে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়বে। 

আলোচনা সভার আগে চেম্বার অব কমার্সের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। সভায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সভাপতির দায়িত্ব পালন করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here