ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার পরিবার দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভূগর্ভস্থ টানেলের মধ্যে অবস্থান করছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে এমনটি দাবি করেছে।
তিনি সিনওয়ারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আপনার সময় খুব কম।”
একটি ভূগর্ভস্থ আশ্রয়ের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, যেখানে সিনওয়ার তার পরিবার এবং হামাসের অন্যান্য সিনিয়র সদস্যদের এক সঙ্গে দেখা গেছে।
ইসরায়েলি বাহিনী কাছাকাছি পৌঁছে যাওয়ায় ওই আশ্রয় কেন্দ্রটি পরিত্যক্ত করা হয়। ফুটেজে সিনওয়ারের রেখে যাওয়া অর্থের স্তুপও দেখানো হয়েছে।
হাগারি বলেন, “আমরা আন্ডারগ্রাউন্ডে একটি কম্পাউন্ডে পৌঁছেছিলাম, যেখানে (ইয়াহিয়া সিনওয়ার) ও হামাসের অন্যান্য শীর্ষ নেতারা অবস্থান করছিলেন। সেখানে তারা লুকিয়ে ছিলেন। আর তাদের উপরে যুদ্ধ চলছিল।”
তিনি আরও বলেন, “হামাসের শীর্ষ নেতারা ভালো অবস্থায় টানেলের ভেতরে অবস্থান করছেন। তাদের কাছে খাবার আছে। সেখানে বাথরুম আছে। আর নিজেদের ভোগবিলাসের জন্য সঙ্গে রেখেছে লাখ লাখ ইসরায়েলি নিউ শেকেলস ও ডলার। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল