কৌশলগত গুরুত্বপূর্ণ উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর দ্রুত বাস্তবায়নের জন্য একমত হয়েছে ইরান ও রাশিয়া। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী (পরিবহন) ভিতালি সাভেলিয়েভ আজ তেহরানে এই বিষয়ে বৈঠক অংশগ্রহণ করেন।
দুই দেশের কৌশলগত চুক্তির মূল লক্ষ্য ছিল বিদ্যমান বাধাগুলো অপসারণ করে প্রকল্পটিকে দ্রুত কার্যকরি পর্যায়ে নিয়ে যাওয়া। আলোচনায় উভয় পক্ষই আঞ্চলিক সংযোগ স্থাপনে এই করিডোরকে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক উদ্যোগ হিসেবে দেখেছে।
আলি লারিজানি বলেন, করিডোরটি কার্যকর করার জন্য ইরান শক্ত সিদ্ধান্ত নিয়েছে। স্বল্প সময়ের মধ্যে সকল নির্বাহী ও প্রাতিষ্ঠানিক কাজ শেষ করা হবে। তিনি জানান, প্রকল্পের আইনি ও অপারেশনাল কাঠামো নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় চুক্তি চূড়ান্ত করা হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্দেশ অনুসারে, করিডোরের সম্পূর্ণ পথে ভূমি অধিগ্রহণ বছরের শেষ নাগাদ সম্পন্ন করা হবে। যাতে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী সাভেলিয়েভ ইরানের এই সময়োপযোগী এবং চূড়ান্ত পদ্ধতির প্রশংসা করেন। মস্কোর পক্ষ থেকে প্রকল্পটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া ও অপারেশনাল প্রক্রিয়া শুরু করার জন্য তাদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষই বলেছে, উত্তর-দক্ষিণ করিডোরটি ইরান ও রাশিয়ার মধ্যে একটি বৃহত্তর, টেকসই সহযোগিতা গভীর করার এবং স্বাধীন আঞ্চলিক সংযোগ রুট প্রতিষ্ঠার একটি অংশ। তারা উচ্চ-পর্যায়ের ফলো-আপ প্রক্রিয়া সক্রিয় করতে এবং উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রাখতেও সম্মত হন।
সূত্র: প্রেস টিভি

