গুগলের কাছে বর্তমানে সাইন ইন মেনু একটু আউটডেটেড বলে মনে হচ্ছে। তাই সাইন ইন মেনুতে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে এই টেক জায়ান্ট কোম্পানিটি।
গুগল সাইন ইনের মাধ্যমে গুগল সার্ভিস পাওয়া সহজ হয়েছে আগের তুলনায়। তবে সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে তারা গুগলের সাইন ইন মেনুতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। মূলত সাইন ইন মেনুটিকে আরও মডার্ন ও স্লিক করার দিকেই তাদের মনোযোগ বেশি।
সাইন ইন প্রক্রিয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডেই তা করে নেওয়া যায়। প্লাটফর্মের সঙ্গে ছবি বা অন্যান্য প্রেফারেন্স গুগলই এই সার্ভিসে সরবরাহ করে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।