পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আসতে হবে : জিএম কাদের

0

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম) বলেছেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। সেই শান্তি ফিরে আনার জন্য পরিবর্তন দরকার, আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আসতে হবে। 

সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে জাতীয় পার্টি আয়োজিত পথ সভায় এসব কথা বলেন জিএম কাদের।

এ সময় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দিয়ে তার জন্য সবার কাছে ভোট চান তিনি।

পথ সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম প্রমুখ। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here