দিনাজপুরে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি বাজারের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার পাশ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব-১৩।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ দিনাজপুরের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

