পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

0
পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে রেজাউল করিম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে সলঙ্গা থানার চৌবিলা দিয়ার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু রেজাউল করিম (৪০) সলঙ্গা থানার চড়িয়াউজির গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেরামতের কাজের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠলে হঠাৎ শর্টসার্কিট হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here