পরিচালক ডেকেছিলেন হোটেল কক্ষে, বিদ্যা বালান করেছিলেন কী?

0

বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাই নানা রকম হয়রানির শিকার হন। সেই হয়রানিকারীদের মধ্যে পরিচালকদের নামও থাকে। শোনা যায় সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে নায়িকাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকেন পরিচালকরা। নায়িকাদের ডাকেন নিভৃতবাসেও।

অনেক অভিনেত্রী এ বিষয়ে সরাসরি কথাও বলেন। অভিযোগ জানিয়ে মিডিয়ায় হৈচৈও ফেলেন।

এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছেন, ‌‘আমি পরিচালকদের সাথে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এ দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান। কারণ, আমি অনেক রোমহর্ষক ঘটনা শুনেছি। আমার বাবা-মাও এ নিয়ে বেশ ভয়ে থাকতেন। সেকারণেই তারা আমাকে সিনেমায় যুক্ত হতে নিষেধ করতেন। তবে আমি একবার একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। মনে আছে আমাকে এক পরিচালক সই করার জন্য তার হোটেল কক্ষে ডেকেছিলেন।’

বিদ্যা আরও বলেন, ‘আমি কি করবো বুঝতে পারছিলাম না। কারণ আমি ছিলাম একা।’ ‘তবে আমি একটা স্মার্ট কাজ করেছিলাম। আমি যখন কক্ষে ঢুকেছিলাম, তখন দরজাটা খোলা রেখেছিলাম।’

বিদ্যার মতে এই ধরনের পরিস্থিতিতে ভয়ংকর কিছু এড়াতে নায়িকাদের নিজেদেরই বুদ্ধি খাটাতে হবে। থাকতে হবে আরও সতর্ক। 

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here