পরিচালকের ভুলে আসল নামটাই বাদ পড়ে যায় কোয়েলের

0
পরিচালকের ভুলে আসল নামটাই বাদ পড়ে যায় কোয়েলের

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দুই দশকের ক্যারিয়ারে এই নামেই পান আকাশচুম্বী জনপ্রিয়তা। অথচ তার আসল নাম কোয়েল নয়, এটা তার ডাকনাম। আসল নাম রুক্মিণী মল্লিক। অভিনেত্রীর প্রথম ছবির পরিচালক হরনাথ চক্রবর্তীর অনিচ্ছাকৃত ভুলে বাদ পড়ে যায় তার আসল নামটি। 

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে যখন তার অভিষেক হয়, তখন পরিচালক হরনাথ চক্রবর্তী জানতেন না যে কোয়েল তার ডাকনাম। 

তিনি বলেন, পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে জিজ্ঞেস না করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।

অভিনেত্রী মজা করে জানান, তার আসল নাম যদি সিনেমায় ব্যবহৃত হতো, তবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে নামের মিল হয়ে যেত। সেক্ষেত্রে একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক দুই রুক্মিণীকে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। পরিচালকের সেই ভুলের কারণেই আজ দর্শকরা তাকে কোয়েল হিসেবে চেনেন এবং এই নামেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন লেখা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, মধুরিমা বসাক, শতাফ ফিগার, দুলাল লাহিড়ী, শুভ্রজিৎ দত্ত, রোশনি ভট্টাচার্য, অনসূয়া মজুমদার প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here