পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চীনা প্রস্তাবে সাড়া দিচ্ছে সৌদি?

0

এবার সৌদি আরবকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে চীন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বেইজিংয়ের এই প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়টি বিবেচনা করছে রিয়াদ।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। যদিও এমন খবরে বেশ অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন। 

সৌদি পরমাণু খাতে শক্তি বাড়াতে চীনের সহায়তার বিষয়ে আশাবাদী। যেখানে জো বাইডেনের প্রশাসন সৌদিকে সহায়তা করতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন রিয়াদকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ না করা এবং নিজেদের খনিতে মজুদ ইউরোনিয়াম উত্তোলন থেকে বিরত থাকার শর্ত দিয়েছিল। রিয়াদ মনে করছে, চীনের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রকে তাদের কট্টর নীতি থেকে সরে আসতে বাধ্য করবে।

চীনও অবশ্য পরমাণু অস্ত্র তৈরির পথে না হাঁটার শর্তেই সৌদি আরবকে সহায়তা করতে চায়। 

তবে এ বিষয়ে সিএনএনসি, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরব কোনো পক্ষই এখন পর্যন্ত মন্তব্য করেনি। 

সম্প্রতী নিজেদের মধ্যে সম্পর্ক আরো জোরদার করেছে সৌদি আরব ও চীন। বেইজিংয়ের মধ্যস্থতাতেই ইরানের সাথে ফের সম্পর্ক স্থাপন করেছে সৌদি। 

গত বছরের ডিসেম্বরে সৌদি আরব সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ বছরের জুন মাসেই ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের যৌথ ঘোষণা দেয় দুই দেশ। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here