পরমাণু নিয়ে পুতিনের বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে গেছে পশ্চিমারা : ক্রেমলিন

0

ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র সম্পর্কে যে মন্তব্য করেছেন তা পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য হুমকি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মন্তব্যগুলো প্রসঙ্গের বাইরে নিয়ে গেছে।

বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘রাশিয়া কৌশলগতভাবে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায় তবে তা সংঘাতের উল্লেখযোগ্য বৃদ্ধি হিসাবে বিবেচিত হবে।’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেন, পুতিন কেবল এই বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বিদ্যমান পরিস্থিতিতে তাত্ত্বিকভাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য করার কথা পুনর্ব্যক্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here