মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ‘বেলারুশ সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করার পর এখন বাস্তব হুমকি সৃষ্টি হয়েছে যে, মস্কো এই কৌশলগত অস্ত্র ব্যবহার করবে।’ চলতি সপ্তাহের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ার পর এই উদ্বেগ প্রকাশ করলেন জো বাইডেন।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি দাতা গোষ্ঠীর সঙ্গে আলাপের সময় বাইডেন বলেন, রাশিয়ার পক্ষ থেকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করার মধ্য দিয়ে এই লক্ষণ ফুটে উঠছে যে, রাশিয়া সম্ভবত ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন যে, তিনি এখনই রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা দেখছেন না।
কিন্তু এই হুমকি বাস্তব।”গত মাসে মস্কো এবং মিনস্ক বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করার বিষয়ে চুক্তি চূড়ান্ত করে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রাশিয়ার ইস্কান্দার-এম মিসাইল এবং পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা বিমানে মোতায়েন করা হবে এসব ওয়ারহেড।
সূত্র : পার্সটুডে।