পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কোনও নির্দেশ দেননি পুতিন: ক্রেমলিন

0
পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কোনও নির্দেশ দেননি পুতিন: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতির জন্য কোনও নির্দেশ দেননি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। 

রবিবার রুশ গণমাধ্যম ভিজিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে পেসকোভ বলেন, ~এ বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত, তাই বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি গবেষণা ও মূল্যায়ন করা হবে।”

পেসকোভ আরও বলেন, “প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরুর কোনও নির্দেশ দেননি। আমাদের বোঝা দরকার, আদৌ এটি করা উচিত কিনা। এ সিদ্ধান্ত হবে অত্যন্ত গুরুতর, প্রমাণ-ভিত্তিক এবং সুচিন্তিত। রুশ বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করবেন এবং বাস্তবতা যাচাই করবেন।”

সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। এমন পরীক্ষার ব্যাপারে রাশিয়াও প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা চলছিল। বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্র এমন পরীক্ষা চালালে বসে থাকবে না মস্কোও। তবে, বিষয়টি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে বলে সর্বশেষ জানালো ক্রেমলিন। সূত্র: তাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here