বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিয়ে একটি রিপোর্ট পেশ করে তিনি এ কথা বলেন।
গেব্রেয়াসুস বলেন, বিশ্বজুড়ে করোনার প্রকোপ শেষ হয়ে গেছে বলে মনে হলেও তা নয়। এর আরেকটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এছাড়া করোনার চেয়েও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে করোনাভাইরাস মহামারি আর ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা শনাক্ত হয়।