এক বিবৃতিতে হামাস জানিয়েছে, আগামী সপ্তাহে শনিবার (২৫ জানুয়ারী) দ্বিতীয় দফায় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে। তখন ফের মুক্তি পাবে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীরা।
ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে , এই বিনিময়ের সময় চারজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
রবিবার তিন ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রবিবার গাজার আল-সায়রা স্কয়ারে তাদের রেডক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা। এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি বাহিনী বলেছে, “কিছুক্ষণ আগে প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সেনারা মুক্তি পাওয়া জিম্মিদের নিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছেন। এখন জিম্মিরা দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক গন্তব্যস্থলে যাচ্ছেন। সেখানে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”