পরকীয়ার জেরে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সভাপতি শহরের কৃষ্ণকাঠি এলাকার শাহআলম রিপন মল্লিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সাড়ে ১০টায় এই হত্যাকাণ্ড ঘটে। তবে ওই নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছে স্থানীয় অনেকে। তবে তার দেয়া আঘাতেই রিপন মল্লিক গুরুতর আহত হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছেন আটক শিরিন আক্তার। এ ঘটনায় রিপন মল্লিকের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর/সার্কেল) মো: মহিতুল ইসলাম।
পুলিশ, নিহতের স্বজনরা জানায়, পূর্ব সম্পর্কের কারণে কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা রিপন মল্লিক প্রায়ই প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা-যাওয়া করতেন। শিরিনের ছেলে গত ৪ দিন পূর্বে ঢাকায় যায়। শিরিন ঘটনার রাতে তার ঘরে একা ছিলো।
শিরিনের প্রতিবেশী হারিছ হোসেন বলেন, রাতে শিরিন তার ঘরের ভিতর থেকে ডাক চিৎকার দিচ্ছিলো। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক অর্ধউলঙ্গ অবস্থায় মেঝেতে পড়েছিলো। সবাই মিলে তারে সদর হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক জানান রিপন মারা গেছে। তারপর আমরা রিপনের লাশ তার বাড়িতে পাঠিয়ে দেই।