নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হোঁচটে আর্সেনালের সামনে সুযোগ এসেছিল পয়েন্ট ব্যবধান বাড়ানোর। ম্যানচেস্টার ডার্বিতে সিটির পরাজয়ের পর ব্যবধান বাড়ানোর পথ খুলে গেলেও নটিংহাম ফরেস্টের মাঠে এসে সেই সুযোগ হাতছাড়া করেছে শীর্ষে থাকা আর্সেনাল। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে দুই দলের লড়াই।
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যাচ ড্র করেছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ড্র করল তারা।
ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এসে হতাশ হতে হয়েছে মিকেল আর্তেতার দলকে। পুরো ম্যাচে ১৫ বার গোলের চেষ্টা করলেও মাত্র তিনটি শটই ছিল লক্ষ্যে, যার একটিও ফরেস্টের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। স্বাগতিক ফরেস্ট ছয়টি শট নিলেও আর্সেনালের গোলমুখে বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি।
এই ফলাফলে লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল আর্সেনাল। ২২ ম্যাচ শেষে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়াল ৫০। শীর্ষস্থান ধরে রাখলেও শিরোপা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের ফের কাছে টেনে নেওয়ার সুযোগ তৈরি হলো।
২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট সংগ্রহ করে, তবে একটি ম্যাচ কম খেলেই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা।
অন্যদিকে বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চারে আছে। এক পয়েন্ট কম নিয়ে তালিকার পরের অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
