পদ্মা সেতু উত্তর এলাকা থেকে চার ছিনতাইকারী গ্রেফতার

0

পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাকিব (২৩), মো, আকাশ (২৭), মো, রনি (২৫) ও নাজমুল শেখ শুভ (২৮)। 

রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তের পদ্মা সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে- গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ পদ্মা সেতু সংলগ্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here