রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপর ২টার দিকে নগরীর মতিহার থানার ফুলতলা ঘাটে এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, কলেজ ছাত্রের ডুবে যাওয়ার খবরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালায়। এরপর পদ্মা নদীর ফুলতলা ঘাটের নিচ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার করে। পরে তার লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।
রাজশাহী সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার রহমান জানান, দুপুরে শখের বসে গোসল করতে পদ্মা নদীতে নেমেছিলেন সাজেদুর রহমান মাহিন৷ তিনি সাতার জানতেন না। কিনারায় নেমে গোসল করছিলেন। হঠাৎ নদীর স্রোতের তোড়ে দূরে ভেসে যান। ওই সময় সাতার কাটতে না জানায় তিনি ডুবে যান। পরে আর উঠে আসতে পারেননি। মাহিন ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে ফোন দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাহিনের লাশ উদ্ধার করে। সুরতহালের পর মাহিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।