মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগপত্র জমা দিতে গিয়ে শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন, তার কারণ জানালেন বীরেন সিংহ। কেন পদত্যাগ করতে চেয়েছিলেন, তার কারণও প্রকাশ্যে আনলেন তিনি।
শনিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জাতিহিংসায় যে ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করা হয়, তাতে আঘাত পেয়েছিলেন তিনি। ভেবেছিলেন, তার সঙ্গে কেউ নেই। কিন্তু পরে সমর্থকদের ‘ভালবাসা’তেই তিনি সিদ্ধান্ত বদল করেন।
মণিপুরে অবৈধ অনুপ্রবেশ করার জন্য কুকি সম্প্রদায়ের মানুষেরা তাকে ‘অপমান’ করছে বলে মনে করছেন বীরেন। এই প্রসঙ্গে তিনি বলেন,আমি খুবই কষ্ট পেয়েছিলাম। নিজেই নিজেকে প্রশ্ন করলাম যে, আমি কি কিছু ভুল করেছি? আমার যা করার ছিল, আমি করেছি।
এই প্রসঙ্গে তিনি বলেন আমি অবৈধ অনুপ্রবেশ আর চোরাচালান বন্ধ করেছি বলে কুকি সম্প্রদায়ের ভাইয়েরা আমায় অপমান করছে।
পদত্যাগ করার সিদ্ধান্ত বদলের নেপথ্যে সমর্থকদের ভালবাসা রয়েছে বলে জানিয়েছেন বীরেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি ভেবেছিলাম সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে দেখি বহু মানুষ আমার জন্য দাঁড়িয়ে আছেন। আমায় এতটা ভালবাসার জন্য আমি ঈশ্বর এবং আমার সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। এই ভালবাসার কারণেই আমি সিদ্ধান্ত বদল করেছি।
শুক্রবার বীরেনের পদত্যাগ দেওয়াকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। দুপুর ২টো ২০ মিনিটে ২০ জন দলীয় বিধায়ককে নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মণিপুরের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী বীরেন। কিন্তু ইম্ফলে নিজের বাসভবন থেকে বেরিয়ে তিনি দেখেন, সমর্থকেরা তাঁর বাড়ি ঘিরে রেখে দিয়েছেন। সমর্থকদের দাবি ছিল, পদত্যাগ দেওয়ার সিদ্ধান্ত বদলাতে হবে বীরেনকে। এর পর নিজের বাসভবনে ফিরে যান মুখ্যমন্ত্রী।