সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে নিহত পরিবারকে এক লাখ এবং আহত পরিবারের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি। রবিবার বিকেলে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকি বিজিবি মহাপরিচালকের পক্ষে এই অর্থিক সহায়তা প্রদান করেন।
রবিবার রাতে বিজিবির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারে অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মিয়ানমার হতে আসা মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরণে ১ জন বাংলাদেশি নাগরিক নিহত এবং কয়েকজন আহত হন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, আহত ও নিহতদের পরিবারের সবাই অসহায় ও হতদরিদ্র। আহতদের অনেকেই অর্থাভাবে যথার্থ চিকিৎসা করাতে পারছেন না। এমনকি এখনও পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়ায়নি কেউ। গণমাধ্যমের এমন খবরে বিজিবি মহাপরিচালকের নির্দেশে রবিবার বিকেলে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আহত আনোয়ারুলকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান, তার চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক নাইকংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত মহিলা হোসনে আরার আহত ২ জন নাতি-নাতনিকে দেখতে যান, তাদের খোঁজখবর নেন এবং বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।