ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে পটুয়াখালীর দুমকি ও বাউফলে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে বাউফল উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে একটি পরিত্যক্ত ঘরে চাপা পড়ে আবদুল করিম (৬৫) নামে একজন নিহত হয়েছেন। অপরদিকে, দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকায় গাছ চাপা পড়ে জয়নাল হাওলাদার (৭০) নামে আরও এক বৃদ্ধ নিহত হয়।
এ ছাড়া রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার সর্বত্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগে দিনভর বিভ্রাট দেখা দিয়েছে।
তিনি জানান, পানিতে প্লাবিত হয়ে ও ঝড়ো বাতাসে জেলায় মোট ২৩৫টি আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজার ৫০০টি ঘরবাড়ি। এর মধ্যে বিচ্ছিন্ন দ্বীপচর রাঙ্গাবালী উপজেলা ও কলাপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে পড়েছে। তবে তার সঠিক তথ্য জানা যায়নি।
এ ছাড়াও জলোচ্ছ্বাসে জেলার বেশির ভাগ উপজেলায় বেশ কিছু পয়েন্টে বেড়িবাঁধ সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার তথ্য পাওয়া যায়নি।