চট্টগ্রামের পটিয়ায় ছুরি ও খেলনা পিস্তলসহ কিশোর গ্যাংয়ের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন দিহান (১৮), মাসুম (১৬) ও মাহি (১৭)। সোমবার রাতে পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পটিয়া থানার ওসি মো: সোলেমান বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। তারা ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড করতো। সোমবার তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।