পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপন

0
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপন

সীমান্ত নিরাপত্তা প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর ৫০ বছর পূর্তি পালন করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। সুবর্ণ জয়ন্তী উদযাপনে সোমবার দুপুরে ১৮ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করে বিজিবি। 

এসময় কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। একই সাথে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও হাতে নেয়া হয়েছে। এসময় বক্তারা ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জানা গেছে, ব্যাটালিয়নটি ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল এলাকায় কার্যক্রম শুরু করে। এরপর জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াল্লাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাঙ্গা ও ছোটহরিণায় দায়িত্ব পালনের পর ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি ব্যাটালিয়নটি পঞ্চগড়ে দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে ব্যাটালিয়নের ১৩৫ দশমিক ৫৯১ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বিওপি ও ১টি আইসিপি দায়িত্ব পালন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here