পঞ্চগড়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

0
পঞ্চগড়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

পঞ্চগড়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী। এই কেন্দ্রের মাধ্যমে খুব সহজে ভূমি সেবা পাবেন স্থানীয়রা । 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন,পঞ্চগড় সদর উপেজলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন,সহকারী কমিশনার মোহন মিনজী,হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদে  নুর আলমসহ স্থানীয় অধিবাসিরা উপস্থিত ছিলেন। 
এসময় জেলা প্রশাসক বলেন, এই ভূমি সেবা কেন্দ্রগুলো থেকে ভূমি সংক্রান্ত যতো সেবা আছে তথ্য প্রযুক্তির মাধ্যমে স্থানীয়রা তা গ্রহণ করতে পারবেন। এ জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। তাকে আর কষ্ট করে এ্যাসিলেন্ট অফিসে যেতে হবে না। ঘরে বসেই এই সহায়তাগুলো দেয়া যাবে। মানুষকে যাতে সহজে ভূমি সেবা দেয়া যায় এ জন্য এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here