পঞ্চগড়ে একদিনের ব্যবধানে বেড়েছে তাপমাত্রা। তবে উত্তরের হিমেল হাওয়ায় কমেনি শীতের প্রকোপ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পথঘাট।
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কেটে গিয়ে তাপমাত্রা বাড়লেও শীতের প্রকোপ এখনো কেটে যায়নি। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’
এ দিকে, শীতের কারণে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে।