পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

0
পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) এ উপলক্ষ্যে সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাড্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ কার্যক্রম। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী এবং প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন। ‘ সভায় দৃষ্টি প্রতিবন্ধী বুলেট একটি হৃদয়স্পর্শী গান পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সাবেত আলী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২৫টি স্মার্ট সাদাছড়ি ও একটি হুইল চেয়ার বিতরণ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here