পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ’র যৌথ প্যারেড

0

বিজিবি দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় ১৮-বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৭৬-বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী আইসিপি সীমান্তের জিরো পয়েন্টে এই প্যারেডের আয়োজন করা হয়।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে ফল, মিস্টির ঝুড়ি ও সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দীন সহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফ চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড কন্টিনজেন্ট প্রদর্শন করা হয় বলে জানায় বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here